একটা খালি গ্লাস নাও। গ্লাসে পানি ঢাল, কানায় কানায় পূর্ণ না হলেও চলবে। একটা পিরিচ দিয়ে গ্লাসটা ঢেকে দাও। এবার দুই হাতে সাবধানে ধরে পিরিচ সহ গ্লাসটা উপুড় কর। পিরিচের নিচ থেকে হাত সরিয়ে নাও। দেখবে গ্লাসের ভেতরের পানি এবং পিরিচ জায়গামতই থেকে যাবে, নিচে পড়বে না।
বায়ুর ঊর্ধ্বমুখী চাপ পিরিচটাকে তার জায়গায় ধরে রাখে।
অল্প সময়ের করার উপযুক্ত নানারকম সহজ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন নীতির বিস্ময়কর প্রয়োগ দেখা যাবে এই সিরিজে। দশ বছর বা তারও বেশি বয়সী বিজ্ঞানীরা নিজেরাই বেশিরভাগ পরীক্ষা করতে পারবে। যেই বিজ্ঞানীরা এখনো দশ বছরের হয়নি, তাদের জন্য বড়দের সাহায্য দরকার হতে পারে।