29 Dec 2020

বায়ুর চাপ ৩

133 views

একটা গ্লাসে খানিকটা পানি নাও। একটা নলের এক প্রান্ত গ্লাসে ডুবাও, নলের ভেতর পানি প্রবেশ করবে। নলের অন্য প্রান্তটা চেপে ধরে তুলে আন, দেখবে নলটা পানি ধরে রেখেছে। আঙ্গুল বা হাতের চাপ সারিয়ে নিলেই আবার পানি পড়ে যাবে।

বিজ্ঞান বিস্ময়

অল্প সময়ের করার উপযুক্ত নানারকম সহজ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন নীতির বিস্ময়কর প্রয়োগ দেখা যাবে এই সিরিজে। দশ বছর বা তারও বেশি বয়সী বিজ্ঞানীরা নিজেরাই বেশিরভাগ পরীক্ষা করতে পারবে। যেই বিজ্ঞানীরা এখনো দশ বছরের হয়নি, তাদের জন্য বড়দের সাহায্য দরকার হতে পারে।